ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

কলকাতায় ফ্লাইওভার ধসের ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন

প্রকাশিত : ১৬:০৫, ১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৬:০৬, ১ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

india searchকলকাতায় ফ্লাইওভার ধসের ঘটনায় এখনও চলছে উদ্ধার। এদিকে, বিধানসভা নির্বাচন সামনে রেখে এই দুর্ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। শুক্রবার সকালে ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে আরো ২টি মৃতদেহ। এনিয়ে মৃতের সংখ্যা ২৫-এ দাঁড়ালো। ধ্বংসস্তুপের নিচে আর কেউ আটকে থাকলে, তাকে জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিয়েছেন উদ্ধারকর্মীরা। এদিকে, বিধানসভা নির্বাচনের আগে ফ্লাইওভার ধসের ঘটনাকে ইস্যু করেছে সব রাজনৈতিক দল। সরকারকে সমালোচনায় বিদ্ধ করছেন বিজেপি ও বামপন্থীরা। তারা বলছেন, নির্বাচন সামনে রেখে দ্রুতগতিতে কাজ শেষ করতে গিয়েই ঘটেছে এই দুর্ঘটনা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি