ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

কাচা চামড়ার বাজার নিয়ে চলছে দোষারোপের খেলা

প্রকাশিত : ১৫:৫২, ১৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৫২, ১৯ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সরকার মূল্য নির্ধারন করে দেয়ার পরও কাচা চামড়ার বাজার নিয়ে চলছে দোষারোপের খেলা। খুচরা ও মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ ক্রয়মূল্যটুকুও তুলতে পারছেন না তারা। আর আড়তদারদের দাবি, চামড়ার মান ভাল নয়। এ অবস্থায় কাঁচা চামড়া ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন, খুচরা এবং মৌসুমি ব্যবসায়ীরা প্রত্যাশিত মুনাফা না করতে পারলেও লোকসান করবেন না। একই সঙ্গে চামড়া পাচার ঠেকাতে সরকারের পদক্ষেপে সন্তুষ্ট তারা। দেশে সংগ্রহিত চামড়া‘র সিংহ ভাগই আসে কোরবানীর ঈদে। মৌসুমী ব্যবসায়ীরাও তৎপর থাকে এই সময়ে। তবে তৃণমূল থেকে চামড়া সংগ্রহের পর ক্রয়মূল্যও তুলতে পারছেন না অনেকে। সরকার নির্ধারিত প্রতি বর্গফুট চামড়ার মূল্য ৫০ টাকা। তবে অনেক মৌসুমি ব্যবসায়ী আড়তে এসে দাম হাঁকছেন এর চেয়ে বেশি। আবার এলাকা ভেদে চামড়ার মানের পার্থক্যের কারনে হেরফের হয়েছে দামের। এছাড়া লবনের দাম বৃদ্ধি এবং সংরক্ষণের খরচ বেড়ে যাওয়ায় সংকট বেড়েছে বলে জানান কাঁচাচামড়া ব্যবসায়ীদের সংগঠনের নেতারা। ডলারের হিসাবে ভারতে টাকার মান পড়ে যাওয়ায় চামড়া পাচারের আশঙ্কা করেছেন অনেকে। তবে সীমান্ত এলাকায় কড়া পাহারার কারণে চামড়া পাচার সম্ভব নয় বলে মনে করছেন তারা। তবে চামড়ার বাজার জমে উঠতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগবে বলে মনে করছেন কাচা চামড়া ব্যবসায়ীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি