ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

কাল জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আপিলের রায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪০, ২৯ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের ওপর আগামীকাল মঙ্গলবার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি এম.ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
সরকারি টাকা আত্মসাতের অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। পরে এর বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল ৩১ অক্টোবরের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা ছিল। সেটিকে চ্যালেঞ্জ করে বিএনপির আইনজীবীরা আবেদন করলে সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বেঞ্চ এটি খারিজ করে দেন। ফলে ৩১ অক্টোবরের মধ্যে এ মামলায় নিষ্পত্তির চূড়ান্ত বাধ্যবাধকতা তৈরি হয়।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন- আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ৩০ জুলাই আপিল বিভাগ এক আদেশে ৩১ অক্টোবরের মধ্যে আপিল নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন আদালত।

এদিকে সোমবার (২৯ অক্টোবর) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায় দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত-৫। রায়ে খালেদা জিয়াসহ চার আসামিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আসামিদের ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি