ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

কুমিল্লার আদালতে খালেদার জামিন নামঞ্জুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪০, ১৪ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছেন কুমিল্লার একটি আদালত। বুধবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুস্তাইন বিল্লাহ‘র আদালতে খালেদা জিয়ার জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন।

উল্লেখ্য ২০১৫ সালে কুমিল্লায় বাস পোড়ানোর অভিযোগে ২০ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলায় খালেদা জিয়াকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে থাকা খালেদা জিয়ার জামিন আবেদন হাইকোর্টে মঞ্জুর হওয়ার দিনই তাকে কুমিল্লার ওই মামলায় শ্যোন এরেস্ট দেখানো হয়।

কেআই/ এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি