ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

কুমিল্লার আদালতে খালেদার মামলার শুনানি আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪০, ৩০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি পোড়ানোর মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি শেষে অধিকতর শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত।

গত ২০ আগস্ট খালেদা জিয়ার পক্ষে শুনানি হয় কুমিল্লার আদালতে। শুনানি শেষে কোনও আদেশ না দিয়ে, অধিকতর শুনানির জন্য এ দিন ধার্য করেন আদালত।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরদিন ২৬ জানুয়ারি সোমবার চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে খালেদা জিয়াসহ স্থানীয় ৩২ জনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতায় হুকুমের অভিযোগ আনা হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি