কুমিল্লার এরশাদুর গোলাপ চাষ করে স্বাবলম্বী
প্রকাশিত : ১৫:০৮, ৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:০৮, ৩ ফেব্রুয়ারি ২০১৭
শীতকালীন ফুল হলেও এখন সারা বছরই পাওয়া যায় গোলাপ। চাহিদাও ব্যাপক। আর গোলাপ চাষ করে স্বাবলম্বী হয়েছেন কুমিল্লার এরশাদুর রহমান। তার সাফল্য উদ্বুদ্ধ করছে অন্য কৃষকদেরও। অন্যান্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় গোলাপ চাষ আকৃষ্ট করছে চাষীদের।
মাঠ জুড়ে নানা রঙের গোলাপ। ফুলে ফুলে ভরা ঝুড়ি।
এরশাদুর রহমান বিদেশ থেকে ফিরে আত্মকর্মসংস্থানের জন্য এক বিঘা জমিতে শুরু করেন গোলাপ চাষ।
তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। গোলাপ চাষ করে এখন স্বাবলম্বী তিনি।
এরশাদুর রহমানের সাফল্যে উদ্বুদ্ধ হচ্ছেন অনেকেই।
কুমিল্লায় বাণিজ্যিকভাবে গোলাপের চাষ করা গেলে কৃষকেরা আর্থিকভাবে স্বাবলম্বী হবেন বলে মনে করেন কৃষি কর্মকর্তারা।
আবাদী জমির পাশাপাশি পতিত জমিতে ফুল চাষ হতে পারে বাড়তি অর্থ উপার্জনের উৎস।
আরও পড়ুন