ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

কুড়িগ্রামে হাসপাতাল এক দিনের শিশু সন্তান চুরির অভিযোগ

প্রকাশিত : ১৮:৩৯, ৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:৩৯, ৯ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

Kurigram hospitalকুড়িগ্রাম সদর হাসপাতাল থেকে এক দিনের শিশু সন্তান চুরির অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের নারায়নপুর গ্রামের ইসাহাক আলীর স্ত্রী মমতা বেগমে ও একদিনের শিশুকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত ৮টার দিকে শিশুটির নানা বাইরের ওষুধ আনতে গেলে অজ্ঞাত এক মহিলা কৌশলে বাচ্চাটি নিয়ে পালিয়ে যায় বলে স্বজনরা অভিযোগ করেছেন। পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি