ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

কুয়াকাটায় মেগা বীচ কার্নিভালের আয়োজন

প্রকাশিত : ১৯:০৫, ১৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:০৫, ১৩ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

বিশ্বের কাছে কুয়াকাটাকে পরিচয় করিয়ে দিতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে মেগা বীচ কার্নিভাল। এ ধরণের আয়োজন পর্যটন শিল্প বিকাশে ভুমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা। তবে প্রচার-প্রচারণা কম হওয়ায় হতাশা প্রকাশ করেছেন স্থানীয়রা। সূর্যোদয় আর সূর্যাস্তের অপরুপ বেলাভূমি কুয়াকাটা। এর অপার সৌন্দর্য বিশ্ববাসীর কাছে তুলে ধরতে কুয়াকাটায় আয়োজন করা হয়েছে তিনদিন ব্যাপী মেগা বীচ কার্নিভালের। এদিকে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানী বীচ এলাকায় কিছু লাইটিং আর কয়েকটি গেট করে দায়িত্ব শেষ করেছে বলে অভিযোগ স্থানীয়দের। তবে প্রচারনা কম হলেও কার্নিভাল উপলক্ষ্যে এরই মধ্যে বেড়েছে পর্যটকের ভীড়। বীচ কার্নিভাল উপলক্ষ্যে সব ধরনের নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানিয়েছে টুরিষ্ট পুলিশ। আর ট্যুরিজম বোর্ড আয়োজিত এ কার্নিভালে পর্যটকরা আনন্দ উপভোগ করবেন--এমনটাই আশাবাদ জেলা প্রশাসনের। এ ধরণের আয়োজন পর্যটন শিল্প বিকাশে ব্যাপক ভুমিকা রাখবে বলেও মনে করেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি