কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের সংযোগ দেয়া হচ্ছে আজ
প্রকাশিত : ১১:২৫, ৩ নভেম্বর ২০১৬ | আপডেট: ১১:২৫, ৩ নভেম্বর ২০১৬
পটুয়াখালীর কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের সংযোগ দেয়া হচ্ছে আজ।
এর আগে ২৯ অক্টোবর কেবল টানার কাজ শেষ হয়। বীচ ম্যানহোলে সংযোগ স্থাপনের মধ্য দিয়ে দেশের টেলিযোগাযোগ খাতে দেড় হাজার জিবিপিএস ডাটা সরবারহ নিশ্চিত হবে, এই সাবমেরিন ল্যান্ডিং স্টেশন থেকে। এর ফলে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে গেলো বাংলাদেশ। আগামী বছর মার্চ মাসে এখান থেকে দেড় হাজার জিবিপিএস যোগ হলে দেশে ইন্টারনেট সমস্যা আর থাকবে না বলে জানায় কর্তৃপক্ষ। কুয়াকাটা সংলগ্ন মাইটভাঙ্গা গ্রামে ২০১৩ সালে ১০ একর জমির উপর ৬৬০ কোটি টাকা ব্যয়ে নির্মান করা হয় বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন।
আরও পড়ুন