ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

কৃষক লীগ সভাপতি সমীর চন্দ তিন দিনের রিমান্ডে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১১, ৪ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডায় দুলাল সরদার নামে একজনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে সমীর চন্দকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত তিন দিন মঞ্জুর করেন।

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে গ্রেপ্তার করা হয়। পরে বাড্ডা থানার এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে ২৬ সেপ্টেম্বর মো. শরিফুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনকে আসামি করা হয়। পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বাড্ডা থানা-পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি