ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

কেরানীগঞ্জে কারখানায় আগুনে নিহত ১, দগ্ধ ২৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১১, ১১ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। দগ্ধ অন্তত ২৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের ১০টি ইউনিট কাজ করে। কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এএসপি রামানন্দ সরকার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

কয়েক ঘণ্টা চেষ্টা শেষে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনে দগ্ধদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক বলে মেডিকেল সূত্রে জানা গেছে। 

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি