ঢাকা, রবিবার   ২৫ মে ২০২৫

কোরবানি ঈদে নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কর্মচারীদের নির্দেশনা দিলেন ইশরাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৭, ২৪ মে ২০২৫ | আপডেট: ১৬:৪৮, ২৪ মে ২০২৫

Ekushey Television Ltd.

আসন্ন কোরবানির ঈদে নগরী পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন।

শনিবার (২৪ মে) দুপুরে ‘ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথের দাবি’তে সমর্থক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়নের আন্দোলন চলাকালে মুঠোফোনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীদের নিজেদের দায়িত্ব পালনের এই নির্দেশনা দেন তিনি।

শ্রমিক ইউনিয়নের অবস্থান কর্মসূচিতে ঢাকাবাসীর সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমানের মুঠোফোনে ইশরাক হোসেন উপস্থিত আন্দোলনকারী ও করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দিয়ে ইশরাক বলেন, আমরা যেহেতু সরকারকে সময় বেধে দিয়েছিলাম, মাঝখানে শুক্রবার থাকায় সেদিন কোন কাজ হয় নাই। আমরা আজ আরেকদিন সময় দিব, এর মধ্যে যার যার কাজ যেটা আছে, সেটা যেন সম্পন্ন করেন।

তিনি আরও বলেন, আমরা একে অপরের পাশে দাঁড়ালে কোন অপশক্তি আমাদের গ্রাস করে ফেলতে পারবে না। আপনারা যে কারণে আন্দোলন সংগ্রাম করেছেন আশা করি দ্রুততম সময়ের মধ্যে সমাধান পাবো।

ইশরাক হোসেন বলেন, সামনে কোরবানি ঈদ। কোরবানি ঈদ পরবর্তী নগরীকে বসবাসের উপযোগী করার জন্য গুরু দায়িত্ব আমাদের ওপর আপনাদের ওপর বর্তায়। নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য যার যার যে কাজ আছে সেটি সবাই করবেন। সরকারের গাফিলতির কারণে নগরবাসির যাতে কোন কষ্ট না হয়। এটা আমি আশা রাখি। আর আপনারা যে দাবি নিয়ে আন্দোলন করছেন সেটির দ্রুত সময়ে ফলাফল পাবেন।

এর আগে, গত বৃহস্পতিবার যমুনার সামনে কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি তুলে নিয়ে ইশরাক হোসেন সরকারকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়। তবে এই সময়ের মধ্যে সরকার ইশরাক হোসেনকে শপথের উদ্যোগ না নিলে শনিবার সকাল থেকে নগর ভবনের প্রধান ফটকসহ ভবনের তালা খুলে দেয়নি ইশরাকের সমর্থক আন্দোলনকারীরা। নগর ভবনের নিচতলায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিক কর্মচারী ইউনিয়ন। গত ১৪ মে থেকে নগর ভবনের সামনে ‘ঢাকাবাসী’ ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করেন ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি