ক্যাসিনো মিজান ৫ দিনের রিমান্ডে
প্রকাশিত : ১৭:২৬, ২৪ অক্টোবর ২০১৯

ক্যাসিনো ব্যবসায় আটক রাজধানীর মোহাম্মদপুরের ৩২নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় দায়ের করা অস্ত্র মামলায় তাকে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে, বিচারক আব্দুল্লাহ সালেহ এ রিমান্ড আদেশ দেন।
এদিন মিজানের ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে সরকার ও আসামী পক্ষের শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক জানান, এর আগে ক্যাসিনো ব্যবসায়ী মিজানকে গত মঙ্গলবার (২২ অক্টোবর) আদালতে হাজির করে গ্রেফতার (শোন এরেষ্ট) দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়।
গত ১২ অক্টোবর সকালে র্যাবের ওয়ারেন্ট অফিসার আব্দুল জব্বার বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। মামলা নং ১৫, তারিখ ১২/১০/২০১৯।
উল্লেখ্য গত ১১ অক্টোবর সকালে র্যাবের একটি বিশেষ টিম মৌলভীবাজারের শ্রীমঙ্গল কলেজ রোডের একটি বাসা থেকে মিজানকে আটক করে র্যাব ঢাকার একটি স্পেশাল টিম।
আই/এসি
আরও পড়ুন