ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

কাউন্সিলর মিজানকে নিয়ে তার কার্যালয়ে অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৮, ১১ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৮:১২, ১১ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

ভারতে পালানোর সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩২নং ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে আটক করে র‍্যাব। শুক্রবার বিকেলে আটক কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে সঙ্গে নিয়ে তার লালমাটিয়ার কার্যালয়ে অভিযান শুরু করে র‌্যাব-২ এর একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানান।

এর আগে কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে শুক্রবার ভোরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে আটক করা হয়। এ বিষয়ে র‌্যাব জানায়, চলমান জুয়া ও ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে হাবিবুর রহমান মিজানকে আটক করা হয়। কাউন্সিলর মিজান দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন- এমন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল থেকে আজ ভোরে তাকে আটক করা হয়।

কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের বিরুদ্ধে ক্যাসিনোকাণ্ডে যুক্ত থাকার প্রমাণ রয়েছে বলেও নিশ্চিত করেছে র‍্যাব।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি