ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ক্লান্তি দূরীকরণে কাঁঠাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৫, ১৮ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২০:৫০, ১৮ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

কাঁঠালের রয়েছে নানামুখী উপকার। রয়েছে অনেক গুন। ড. তপন কুমার দে তার ‘বাংলাদেশের প্রয়োজনীয় গাছ-গাছড়ার’ বইয়ে তুলে ধরেছেন এর ওষুধী গুণাবলি। একুশে টেলিভিশন অনলাইনে তা তুলে ধরা হলো-

১) দাদ-একজিমা বা চুলকানি রোগে কাঁঠালের কচি পাতা থেতলিয়ে দুই কাপ পানি দিয়ে ভালভাবে সেদ্ধ করে সকাল বিকাল খেলে এবং ক্ষতস্থান ধুলে নিরাময় হয়।

২) কাঁঠালের শিকড় কোমড়ে বাঁধলে একশিরা আরাম হয়।

৩) পাতার রস শির গুলনাশক এবং সাপের বিষের প্রতিষেধক।

৪) ক্লান্তি ও দৌর্বল্যে কাঁঠালের রস উপকারী।

পরিচিতি- কাঁঠাল একটি চিরসবুজ বড় আকারের বৃক্ষ। উচ্চতায় ১০-১৫ মিটার হয়। বাকল শক্ত, স্তরযুক্ত ও কাটলে সাদা লেটেক্স আসে। পাতা একান্তর, সরল, অখণ্ড, করতলাকার ফলক বিশিষ্ট, ওপরের দিক গাঢ় সবুজ ও ১০-১২সেন্টিমিটার লম্বা হয়। ফুল সমাঙ্গ, একলিঙ্গ, গর্ভপাদ, পুস্পী, ক্যাটকিন লেদারী। পুং মুচি সিলিন্ডার আকৃতির লম্বাটে ৫-১৫ সেন্টিমিটার লম্বা হয়। অমরাবিন্যাস শীর্ষক। ফল যৌগিক , পরিপক্ক ফল ৯০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। কাঁঠাল আমাদের জাতীয় ফল।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি