ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

ক্লিনিকের কক্ষ থেকে ওয়ার্ড বয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৯, ১৭ মে ২০২৫ | আপডেট: ১১:০৩, ১৭ মে ২০২৫

Ekushey Television Ltd.

চাঁপাইনবাবগঞ্জের মমতা ক্লিনিক থেকে সজিব হাসান জয় (২৬) নামে এক ওয়ার্ড বয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৬ মে) রাতে চাঁপাইনবাবগঞ্জ সরকারি হাসপাতাল সংলগ্ন মমতা ক্লিনিকের ৫ম তলা থেকে এই ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

মৃত সজিব হাসান জয় রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মহিশালবাড়ি এলাকার জাকির হোসেনের ছেলে।

পুলিশ জানায়, ৯৯৯ এর মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ সংবাদ পায়। পরে পুলিশের একটি টিম এসে মমতা ক্লিনিকের ৫ম তলা থেকে দরজা ভেঙ্গে সজিব হাসান জয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মমতা ক্লিনিকের ম্যানেজার আব্দুল জাব্বার জানান, সন্ধ্যার দিকে একজন এসে তাকে জানায় ৫ম তলায় রুমের দরজা লাগিয়ে রেখেছেন সজিব হাসান জয়। অনেক ডাকাডাকি করার পরও তিনি রুমের দরজা খুলছেন না। পরে পুলিশের ইমারজেন্সি সহায়তা নাম্বারে ফোন দেই এবং পুলিশ এসে সজিব হাসান জয়ের লাশ উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান জানান, রাত ৮টার দিকে একজন রোগি ইমারজেন্সিতে এসেছিলেন। রোগিটি এখানে নিয়ে আসার পর তার পালস, বিপিসহ যাবতীয় মেডিকেল টেস্ট করা হয়। টেস্টের রেজাল্ট থেকে জানা যায়, এখানে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন। তার গলায় একটি চিহ্ন পাওয়া গেছে এবং শরীরে আর কোথাও কোন চিহ্ন নাই। পোস্ট মার্ডাম করলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি