ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

খাগড়াছড়ির অধিকাংশ জমি পানিতে ডুবে থাকায় বোরো চাষ করতে পারছেন না কৃষকরা

প্রকাশিত : ১১:৩০, ২২ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১১:৩০, ২২ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

কাপ্তাই বাঁধ তৈরির পর থেকে খাগড়াছড়ির মহালছড়ির অধিকাংশ জমি পানিতে ডুবে থাকায় বোরো চাষ করতে পারছেন না কৃষকরা। কৃষি উৎপাদন ব্যাহত হওয়ায় দিশেহারা তারা। খাদ্যাভাবে পড়ার আশংকায় আছেন স্থানীয়রা। কাপ্তাই হ্রদের পানির কারণে বর্ষাকালে চেঙ্গী নদীর তীরবর্তী নিচু জমিগুলো পানিতে ডুবে থাকে। প্রতিবছর নভেম্বর-ডিসেম্বর মাসে পানি নেমে গেলে ঐ জমিতে ধান চাষ করেন কৃষকরা। এ বছর অধিকাংশ জমির পানি এখনও না নামায় বোরো আবাদ করতে পারছেন না কৃষকরা। তারা জানান, এই মওসুমে চাষ করতে না পারলে অভাবের মধ্যে থাকতে হবে সারা বছর। কৃষি বিভাগ বলছে, বাঁধ খুলে দেয়ার জন্য সংশ্লিস্টদের সাথে কথা বলছেন তারা। মহালছড়ির মুবাছড়ি, লেমুছড়ি, দুপজ্জ্যা নালা ব্লকে ৮৬৫ একর জমি এখনো পানির নিচে জানান সংশ্লিষ্টরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি