ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

খাগড়াছড়ির পুলিশ প্রশাসন পরিবহন সংকটে

প্রকাশিত : ১৮:২৪, ২০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২৫, ২০ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

পরিবহন সংকটে খাগড়াছড়ির পুলিশ প্রশাসন। কয়েকটি ভাঙাচোরা গাড়ি দিয়ে পাহাড়ী এলাকায় অপরাধ দমন ও জনগণকে সেবা দিতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে পুলিশ বাহিনীকে। জরুরী প্রয়োজনে চান্দের গাড়ি সংগ্রহ করে কাজ চালালো হয়, এতে ক্ষতির মুখে পড়ছেন গাড়ি মালিকরা। যে গাড়ীতে নিজেদের চড়ার কথা, সেই গাড়িটিকেই অনেক সময় এভাবে ঠেলে চালাতে হয় পুলিশ সদস্যদের। এই দৃশ্য পার্বত্য জেলা খাগড়াছড়ির। জেলার কোনো থানায়ই নেই পর্যাপ্ত পরিবহন। যেগুলো আছে, তাও ভাঙাচোরা; চলে তো আবার থেমে যায়। একে তো পাহাড়ী অঞ্চল; তার উপর পুরনো অকেজপ্রায় সব পরিবহন। পানছড়িসহ কয়েকটি থানায় পুলিশের কোনো গাড়িই নেই। অপরাধ দমনের বাইরে থাকে নানা রাজনৈতিক কর্মসূচি। এ অবস্থায় সেবা দিতে হিমশিম খেতে হয় পুলিশ সদস্যদের। গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা কিংবা জরুরি প্রয়োজনে জীপ মালিক সমিতি থেকে শুধুমাত্র তেলের বিনিময়ে চান্দের গাড়ি সংগ্রহ করা হয়। এতে ব্যবসায়িক ক্ষতির কারণে অসন্তুষ্ট হন গাড়ির মালিকরা। গাড়ি সংকটের কথা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তবে সাড়া কবে মিলবে তার নেই কোন নিশ্চয়তা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি