ঢাকা, শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার খোঁজ নিতে আবারও এভারকেয়ারে জুবাইদা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪০, ৫ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা: জুবাইদা রহমান শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে আবারও এভারকেয়ার হাসপাতালে এসেছেন।

হাসপাতাল সূত্র ও দলীয় সূত্রে জানা যায়, তিনি রাত ৮টা ২১ মিনিটে হাসপাতালে পৌঁছান।

এর আগে, শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি যুক্তরাজ্য থেকে ঢাকায় ফেরেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার খোঁজখবর নিতে যান। সেখান থেকে ধানমন্ডিতে মায়ের কাছে যান। 

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি