ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

খালেদা জিয়াকে গ্রেফতারের পরিণাম ভাল হবে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১৬:১১, ২৬ মে ২০১৬ | আপডেট: ১৬:১১, ২৬ মে ২০১৬

Ekushey Television Ltd.

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের পরিণাম ভাল হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে নয়াপল্টনে ভাসানী ভবনে মহানগর বিএনপির যৌথসভায় তিনি এ’সব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, বিএনপি চেয়ারপার্সনকে গ্রেফতার করা খুব সহজ নয়। দমন-পীড়ন করে এই সরকার পার পাবে না বলেও মন্তব্য করেন তিনি। আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সাংগঠনিক প্রস্তুতি প্রয়োজন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি