ঢাকা, মঙ্গলবার   ০৬ মে ২০২৫

খালেদা জিয়াকে স্বাগত জানাতে পথে পথে নেতাকর্মী-সমর্থকদের ঢল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮, ৬ মে ২০২৫ | আপডেট: ১১:০৩, ৬ মে ২০২৫

Ekushey Television Ltd.

লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার দেশে ফেরা নিয়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তাকে স্বাগত জানাতে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী সকাল থেকেই জড়ো হতে শুরু করেছেন। ব্যানার-ফেস্টুন, ফুল ও দলের পতাকা হাতে তারা দাঁড়িয়ে রয়েছেন নেত্রীকে এক ঝলক দেখার আশায়।

দেশ নেত্রীকে অভ্যর্থনা জানাতে বিএনপির পক্ষ থেকে নানাবিধ প্রস্তুতি নেওয়ার কথা আগেই জানানো হয়েছে। বিশেষত, খালেদা জিয়ার পুত্রবধূ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার খবর বিশেষ মাত্রা যোগ করেছে। জুবাইদার এ প্রত্যাবর্তনে দলটির নেতাকর্মীদের মধ্যে অন্যরকম চাঙাভাব বিরাজ করছে।

মঙ্গলবার (৬ মে) সকাল ১০টায় কাতার রয়েল অ্যাম্বুলেন্সের বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বেগম খালেদা জিয়া। প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ভোর থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছেন দলটির নেতা-কর্মীরা। তাদের কারো হাতে রয়েছে প্লেকার্ড সম্বলিত শুভেচ্ছা বার্তা, দলীয় পতাকা এবং ব্যানার। বিমানবন্দরের সামনের সড়ক সকাল ৮টার আগেই নেতা-কর্মীদের পদচারণায় ভরে উঠেছে।

এর আগে দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানকে সঙ্গে নিয়ে স্থানীয় সময় সোমবার বিকাল ৪টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় ৯টা ১০ মিনিট) কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমান ‘এয়ার অ্যাম্বুলেন্সে’ ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময়) তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দর থেকে গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় উঠবেন বিএনপি নেত্রী। ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে বাসভবন, বাড়ানো হয়েছে নিরাপত্তা। চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। তাকে বরণে লাখো নেতাকর্মী সড়কের পাশে ফুটপাথে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত। 

এদিকে পুত্রবধূ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন। তার ফেরার খবরে নেতাকর্মীদের মধ্যে অন্যরকম উচ্ছ্বাস বিরাজ করছে। জোবাইদা রহমানের জন্য ধানমন্ডিতে তার বাবার বাসা ‘মাহবুব ভবন’ প্রস্তুত করা হয়েছে, জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। শাশুড়ির সঙ্গে গুলশানের ফিরোজায় যাওয়ার পর ধানমন্ডিতে তারা বাবার বাসায় উঠার কথা রয়েছে জোবাইদা রহমানের। 

চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। ৮ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত তিনি লন্ডনের দ্য ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা হয় তার। 

অর্ধযুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্যাপন করেছেন খালেদা জিয়া। ৭৯ বছর বয়সি সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি