ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

খালেদা জিয়ার আবেদন হাইকোর্টে খারিজ

প্রকাশিত : ১৭:৪২, ৭ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৭:৪২, ৭ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দূর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো: রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আবেদনটি উপস্থাপিত হয় নি মর্মে খারিজ করে দেয়।মামলাটির তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদের নিয়োগ আইনসম্মত নয় এবং এ সংক্রান্ত কোন গেজেট প্রকাশ হয় নি উল্লেখ করে তার নিয়োগের বৈধতা এবং মামলাটি বাতিল চেয়ে আবেদন করেছিলেন খালেদা জিয়া। আইন অনুযায়ী মামলাটি চলতে পারেনা এবং আবেদনটির নিষ্পত্তি না হওয়া মামলাটির কার্যক্রম স্থগিতে রুল জারির নির্দেশনাও চাওয়া হয় আবেদনে। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালে তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। বর্তমানে বিচারিক আদালতে মামলাটির বিচারকাজ চলছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি