ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ বারবার লড়াই করেছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৭, ২৭ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর বলেছেন, বাংলাদেশ স্বাধীন দেশ। মুক্তিযুদ্ধ করে দেশ স্কাধীন করেছি। গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ বারবার লড়াই করেছে। অাজ শনিবার চট্টগ্রামে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে তিনি এ সব কথা বলেন।

নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন- এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ড. কামাল হোসেনসহ জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় ও নগর শাখার নেতারা উপস্থিত ছিলেন। নগরীর নূর অাহমদ সড়কে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফখরুল বলেন, রাস্তার মধ্যে জনগণকে অাটকে রেখে কোনদিন কোন সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি। এ সরকারও পারবে না। সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, অাপনারা কেন ভুলে যান ইতিহাস? কেন অাপনারা মানুষের ভাষা বুঝেন না?

উল্লেখ্য, চট্টগ্রামে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের দ্বিতীয় সমাবেশ। সমাবেশটি লালদিঘী ময়দানে করার জন্য নেতারা চেষ্টা চালালেও পুলিশ অনুমতি দেয়নি।

অা অা//এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি