বিএনপি ক্ষমতায় এলে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে : নুরুল আমিন
প্রকাশিত : ১৮:৩২, ৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৯:২৩, ৬ নভেম্বর ২০২৫
বিএনপি ক্ষমতায় এলে মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে মিরসরাই প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন কথা বলেন।
বিগত আওয়ামী সরকার মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদমাধ্যমের কার্যক্রমে নানা ধরনের হস্তক্ষেপ করতো বলে অভিযোগ করে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন বলেন, বিএনপি বিশ্বাস করে, গণতন্ত্রের মূল ভিত্তি হলো মানুষের মুক্ত চিন্তা ও মতপ্রকাশের অধিকার। তাই আমরা ক্ষমতায় গেলে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ সৃষ্টি করব।
তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দল-মত নির্বিশেষে প্রত্যেক নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনবে। দুই দশক আগে বিএনপি সরকারের সময়ে যেমন মিডিয়া নির্ভয়ে সরকারের সমালোচনা করতে পারত, আমরা সেই পরিবেশ পুনরুদ্ধার করতে চাই।
মতবিনিময় সভায় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নজরুল গবেষক ড. মু. কামাল উদ্দিন।
এছাড়া সভায় মিরসরাই পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাহেদ হুসাইনসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এমআর//
আরও পড়ুন










