গণতন্ত্রের স্বার্থে নির্বাচন কমিশন গঠনে নাম দেয়া হয়েছে বলে জানালেন মির্জা ফকরুল
প্রকাশিত : ১৭:৫০, ৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:৫০, ৪ ফেব্রুয়ারি ২০১৭
সার্চ কমিটি নিয়ে বিএনপি খুশি না হলেও গণতন্ত্রের স্বার্থে নির্বাচন কমিশন গঠনে নাম দেয়া হয়েছে বলে জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। রাজধানীতে সকালে এক সমাবেশে একথা বলেন তিনি। মির্জা ফকরুল আরো বলেন, রাষ্ট্রপতির শুভ উদ্যোগই পারে দেশকে সংকটের হাত থেকে রক্ষা করতে।
নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন সহায়ক সরকারের দাবীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সমাবেশে করে ২০ দলীয় জোটের শরীক জাগপা।
এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব। বলেন, সার্চ কমিটিতে এমন অনেকে আছেন যারা সরকারি সুযোগ সুবিধা পান। তাই তাদের পক্ষে নিরপেক্ষভাবে কাজ করা সম্ভব নয়।
বিএনপি মহাসচিব বলেন, শুধু শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করলেই হবে না, নির্বাচন সহায়ক সরকারও গঠন করতে হবে। নইলে জনগন মেনে নেবে না।
এদিকে জাতীয় প্রেসক্লাবের সমানে এক মানববন্ধনে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের উদ্যোগ সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
্হনংঢ়;
আরও পড়ুন