ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

গাড়ির ধাক্কায় গ্যারেজ ম্যানেজার নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১, ২২ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৮:১০, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর রায়েরবাগে গাড়ির ধাক্কায় স্বপন খান (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত স্বপনের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায়। তিনি যাত্রাবাড়ী কাজলা উত্তরপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী ও তিন সন্তান নিয়ে থাকতেন। স্বপন শনির আখড়া এলাকায় একটি সিএনজি গ্যারেজে ম্যানেজার হিসেবে চাকরি করতেন।

ট্রাফিক পুলিশের কনস্টেবল মো. মিলন জানান, রায়েরবাগ মেইন রাস্তায় যানবাহনের ধাক্কায় আহত হয়ে পড়ে ছিলেন স্বপন। গুরুতর আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাড়ে ১১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, কোন গাড়ির ধাক্কায় স্বপন নিহত হয়েছেন, তা জানা সম্ভব হয়নি।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি