ঢাকা, সোমবার   ১৯ মে ২০২৫

গুলিস্তানে আ.লীগের মিছিল থেকে ১১ জনকে আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৬, ১৮ মে ২০২৫ | আপডেট: ২১:১৭, ১৮ মে ২০২৫

Ekushey Television Ltd.

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীর গুলিস্তানে ঝটিকা মিছিল করেছেন। এ সময় সেখান থেকে ১১ জনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার (১৮ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুলিস্তানে মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার নয় মাসের মাথায় গত ১২ মে দলটি, এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে গত ১২ মে প্রজ্ঞাপন জারি করে সরকার।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকে দলটি রাজধানীতে কিছু ঝটিকা মিছিল করলেও ঘুরে দাঁড়াতে পারেনি। এর মধ্যেই গত ১০ মে ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগের যাবতীয় কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। সন্ত্রাসবিরোধী আইনে এই নিষেধাজ্ঞার ফলে এখন আওয়ামী লীগের নামে কোনো কর্মকাণ্ড চালানো আইনত অপরাধ।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি