ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

গুলিস্তানে দোকান কর্মচারি হত্যা : ৩ জনের ফাঁসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৯, ২৭ জুলাই ২০১৭ | আপডেট: ১৬:১৫, ২৯ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

গুলিস্তান সিদ্দিক বাজারের জুতা ফ্যাক্টরির কর্মচারী মো. আলমগীর হোসেনকে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার বিশেষ দায়রা জজ আদালত। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ পরিবেশ আপিল আদালতের বিচারক মো. মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।

আসামিরা হলো হাসান ওরফে কালু, মনির হোসেন ও মো. জনি মিয়া। এদের মধ্যে জনি অন্য মামলায় কারাগারে থাকলেও বাকিরা জামিন নেওয়ার পর পলাতক রয়েছে।

২০০৯ সালের ১৩ আগস্ট ফ্যাক্টরির কাজ শেষে রাত সাড়ে তিনটার দিকে ভাগ্নের সঙ্গে বাসায় ফিরছিলেন আলমগীর হোসেন। এ সময় ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে। তাদের সঙ্গে থাকা ২০০ টাকা দিতে রাজি না হওয়ায় আলমগীর হোসেনকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় আলমগীরের স্ত্রী লায়লা আক্তার কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির কথা উল্লেখ করে কদমতলী থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এই তিনজনকে আটক করে। পরবর্তী সময়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আসামিরা।

২০০৯ সালের ২২ নভেম্বর কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মনসুর রহমান আদালতে মামলার অভিযোগপত্র দায়ের করেন। ২০১০ সালের ২৯ এপ্রিল আদালত অভিযোগ গঠন করেন। ১৯ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য নিয়েছে আদালত।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি