গৃহকর্মীর মৃত্যু : গৃহকর্তা ও দারোয়ান রিমান্ডে
প্রকাশিত : ১৯:৩৪, ৫ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:২৭, ৮ আগস্ট ২০১৭

রাজধানীর বনশ্রীতে গৃহকর্মী লাইলী বেগমের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গৃহকর্তা মুন্সী মইন উদ্দিন ও দারোয়ান তোফাজ্জল হোসেন টিপুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতের অনুমতি দিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা বনশ্রী থানার এসআই মঞ্জুর হোসেন শনিবার এই দু’জনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
শুনানি শেষে বিচারক ঢাকা মহানগর হাকিম একেএম মাইন উদ্দিন তিন দিনের হেফাজত মঞ্জুর করেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই আশরাফ আলী জানিয়েছেন।
শুক্রবার বনশ্রী জি ব্লকের চার নম্বর রোডের সাত তলা বাড়ি থেকে গৃহকর্মী লাইলীর লাশ উদ্ধারের পর তাকে হত্যার অভিযোগ এনে এলাকার গৃহকর্মী ও আশপাশের নিম্ন আয়ের মানুষ প্রায় দুই ঘণ্টা বাড়িটি ঘিরে রাখে। বিক্ষুব্ধ এলাকাবাসী একটি গাড়ি পুড়িয়ে দেয়; পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।
এই ঘটনায় লাইলীর ভাশুর শহীদুল ইসলাম বাড়ির মালিক, তার স্ত্রী ও দারোয়ানসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে রাতেই খিলগাঁও থানায় হত্যামামলা করেন।
তবে এই মামলায় পুলিশ গৃহকর্ত্রী শাহনাজকে হেফাজতে নেওয়ার আবেদন না করায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।
আদালতে আসামিদের পক্ষে আইনজীবী শামীমা আক্তার বানু রিমান্ড বাতিলের আবেদন করলেও তা নাকচ হয়ে যায়।
হেফাজতে নেওয়ার আবেদন উদ্ধৃত করে নিবন্ধন কর্মকর্তা এস আই আশরাফ আলী বলেন, শুক্রবার সকাল ৭টায় লাইলী (২৬) ওই বাসায় কাজে যাওয়ার কিছু সময় পর চেঁচামেচি শুনে ওই ভবনেরই আরেক ফ্ল্যাটের গৃহকর্মী লাইলীর আত্মীয় নূরনাহার গিয়ে সেখানে তাকে অচেতন দেখতে পান। প্রকৃত ঘটনা জানতে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
আরকে/ডব্লিউএন
আরও পড়ুন