ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

চট্টগ্রামের উন্নয়নের কাজে গতি কম

প্রকাশিত : ১০:৪৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:৪৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

বন্দরনগরী চট্টগ্রামের উন্নয়ন, মেরামত, সংস্কার, সম্প্রসারণ ও সৌন্দর্য বাড়ানোর কাজে গতি কম। সিটি করপোরেশনে কর্মকর্তাদের আন্তরিকতার অভাব নাকি আমলাতান্ত্রিক জটিলতায় পিছিয়ে পড়ছে চট্টগ্রাম, এই প্রশ্ন অনেকের। মেয়র ও ওযার্ড কাউন্সিলররাও স্বীকার করেছেন সংকটের কথা। ৬০ বর্গমাইলের চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ৬০ লাখেরও বেশি মানুষের বসবাস। প্রতি বছর ২৫ হাজার করে লোক বাড়ছে এই নগরীতে। প্রাকৃতিক সৌন্দর্যের আধার হিসেবে পরিচিত চট্টগ্রামের গুরুত্ব অর্থনীতির দিক দিয়েও। দেশের প্রধান সামুদ্র থাকায় আমদানি রপ্তানি বাণিজ্যের ৯২ শতাংশই হয় এ বন্দর দিয়ে। জাতীয় রাজস্ব আয়ের এক তৃতীয়াংশ অবদানও চট্টগ্রামের। সবদিক বিবেচেনায় বন্দরনগরীতে রাস্তা-ঘাট, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোসহ সার্বিক উন্নয়ন জরুরী বলে মনে করেন সংশ্লিষ্টরা। সিটি করপোরেশন নির্বাচন হয়েছে দেড় বছর আগে। মেয়াদ আছে আর সাড়ে তিন বছর। কিন্তু মূল সড়কে এখনো ময়লা আবর্জনা পড়ে থাকে, এবড়ো থেবড়ো রাস্তায় গাড়ি চলাচলে যাত্রীদের দুর্ভোগ। করপোরেশনের নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলররাও মনে করেন সমন্বয় ও পরিকল্পনার অভাব রয়েছে। মেয়র জানান, নগরী পরিস্কার রাখা, সড়কবাতি সচল রাখা, রাস্তা-ঘাট মেরামত করা হলো করপোরেশনের মূল কাজ। এইসব কাজ সুচারুভাবে করার জন্য প্রয়োজনীয় লোকবল এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন গুরুত্বপূর্ণ। এই নিয়ে কিছুটা সংকটের কথাও বলেন তিনি। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নকারীদের মধ্যে সমন্বয় করা গেলে দ্রুত দৃশ্যমান অগ্রগতি হবে বলেও আশাবাদী তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি