চট্টগ্রামে ধর্মীয় উগ্রবাদী সংগঠনের প্রধানসহ ২৪ জনকে আটক
প্রকাশিত : ১৭:৫৫, ৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:৫৫, ৪ ফেব্রুয়ারি ২০১৭
নাশকতা পরিকল্পনার গোপন বৈঠকে করার সময় ইসলামী সমাজ নামে ধর্মীয় উগ্রবাদী সংগঠনের প্রধানসহ ২৪ জনকে আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।
গেলো শুক্রবার রাতে বন্দরনগরীর পাহাড়তলী মৌসুমী আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়। আটকরা নাশকতার পরিকল্পনা করছিলো এমন খবর পাওয়ার পর পুলিশ সেখান থেকে তাদের আটক করে। পুলিশ জানায়, তারা গণতন্ত্র, প্রচলিত আইন ও শাসন ব্যবস্থার বিরোধী। তারা খেলাফত প্রতিষ্ঠার মতবাদে বিশ্বাসী। এ’সময় জিহাদী বই ও লিফলেট জব্দ করে পুলিশ।
আরও পড়ুন