চট্টগ্রামে বাড়ছে চালের দাম
প্রকাশিত : ১৫:১০, ৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:০৬, ৩ ফেব্রুয়ারি ২০১৭
চট্টগ্রামের বাজারে দফায় দফায় বাড়ছে চালের দাম। মাত্র দু’ মাসের ব্যবধানে দাম বেড়েছে বস্তা প্রতি ৪শ’ থেকে ৫শ’ টাকা। চালের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা। বাজারে চালের কৃত্রিম সংকটের জন্যে মিল মালিকদের দায়ী করছেন ব্যবসায়ীরা। এ জন্যে নজরদারী বাড়ানোর দাবী তুলেছেন তারা।
আমন মৌসুম শেষে বাজারে নতুন চাল আসায় দাম কমার কথা থাকলেও চট্টগ্রামের বাজারে তার উল্টো চিত্র। ডিসেম্বর থেকেই অস্থির হতে থাকে বাজার। বর্তমানে পাইকারি বাজারে পাইজাম আতপ ১৯শ’ টাকা থেকে বেড়ে ২৩শ’টাকায়, মিনিকেট আতপ সাড়ে ১৯শ টাকা থেকে বেড়ে ২১শ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে যার প্রভাব আরো ভয়াবহ। একমাসের ব্যবধানে খুচরা বাজারে সব ধরণের চাল কেজি প্রতি ১০ থেকে ১২ টাকা পর্যন্ত বেড়েছে।
বাজারে প্রচুর সরবরাহ থাকা সত্ত্বেও দাম বাড়ার কারণ হিসেবে মিলারদের সিন্ডিকেট কারসাজিকে দায়ী করছেন ব্যবসায়ীরা।
কৃত্রিম এই সংকট নিরসনে উত্তরবঙ্গের বিভিন্ন মিলে ও বাজারে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা।
পাশাপাশি চালের বাজার সহনশীল রাখতে খাদ্য বিভাগের খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম নিয়মিত চালু রাখার দাবি ভোক্তাদের।
আরও পড়ুন