ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

চট্টগ্রামে শতাধিক অবৈধ দোকান-পাঠ, বাড়ি-ঘর উচ্ছেদ

প্রকাশিত : ১১:১৭, ১ জুন ২০১৬ | আপডেট: ১১:১৭, ১ জুন ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রাম মহানগরীর ষোলশহর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে শতাধিক অবৈধ দোকান-পাঠ, বাড়ি-ঘর উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের ভুমি কর্মকতারা এই অভিযান চালায়। অভিযানে রেলের ৪একর জমি পুনরুদ্ধার হয়েছে বলে জানান কর্মকর্তরা। এদিকে রেল কর্মচারীদের বিরুদ্ধে অবৈধ ভাবে অর্থের লেনদেনের অভিযোগ করেছেন স্থানীয়রা। নগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর জংশন  এলাকায়  অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদে এই অভিযান চালায় বাংলাদেশ রেলওয়ে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেটের নেতৃত্বে মঙ্গল দুপুরে চালানো এই অভিযানে রেললাইনের দু’পাশ্বে গড়ে উঠা শতাধিক  অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। রেল কর্মচারীদের মাসিক ভাড়ার বিনিময়ে রেল লাইন এলাকায় বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয় বলে জানান স্থানীয়রা। তাদের অভিযোগ, রেল কর্মচারীদের চাহিদা অনুযায়ী বাড়তি টাকা নাদেওয়ায় এই অভিযান চালানো হয়। অভিযানে রেলের ৪ একর জমি অবৈধ দখলদারদের কাছ থেকে পুনরুদ্ধার করা হয়েছে বলে জানান  রেলের উর্ধ্বতন এই কর্মকর্তা। এদিকে উদ্ধারকরা জায়গা আবারো বেহাত হয়ে যেতে পারে বলে আশংকা প্রকাশ করেছে পুলিশ প্রশাসন। এ জন্যে রেলওয়েকে দ্রুত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন এই পুলিশ কর্মকর্তা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি