চট্টগ্রাম ও রাঙামাটিতে ৩ দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা
প্রকাশিত : ১৮:০৬, ১৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:০৬, ১৩ জানুয়ারি ২০১৭
জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেয়া এবং ডিজিটাল উদ্ভাবনের সাথে জনগণকে সম্পৃক্ত করতে চট্টগ্রাম ও রাঙামাটিতে শুরু হয়েছে তিনদিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা।
একসেস টু ইনফরমেশন-এটুআই’র সহযোগিতায় চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে তিনদিনের এই মেলার আয়োজন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বিকেলে মেলা উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ রুহুল আমীন। এ’সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
সকালে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীর নেতৃত্ব দেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মেলায় প্রায় ৫০ টি ষ্টল স্থান পেয়েছে। রাঙামাটির বিভিন্ন সরকারী বেসরকারী ও এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিাভ অংশ নিচ্ছেন।
আরও পড়ুন