ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

চট্টগ্রাম কাস্টম হাউস চলছে চরম লোকবল সংকট নিয়ে

প্রকাশিত : ১৮:১০, ২৫ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১০, ২৫ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

দেশের অন্যতম শীর্ষ রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউস চলছে চরম লোকবল সংকট নিয়ে। এতে ব্যাহত হচ্ছে শুল্কায়ন কার্যক্রম। দুর্ভোগে পড়ছেন আমদানি রপ্তানিকারকরা। সমস্যা সমাধানে নতুন জনবল নিয়োগের কাজ চলছে বলে জানান কাস্টমস কমিশনার। এদিকে কাল, নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে আর্ন্তজাতিক কাস্টমস দিবস। বিশ্ববাণিজ্যের সাথে পাল্লা দিয়ে দেশে দিন দিন আমদানি রপ্তানি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব আহরণও। তবে দীর্ঘদিনেও কাটেনি কাস্টমস হাউসের অবকাঠামোগত ও জনবল সংকট। চট্টগ্রাম কাস্টমস হাউসের তথ্য মতে, কাস্টমসে ১ হাজার ২৪৮ পদের বিপরীতে কর্মরত আছেন ৫৬৭ জন । এর মধ্যে রাজস্ব কর্মকর্তার ৪৮০ পদের মধ্যে কর্মরত আছেন মাত্র দেড়শ জন। মোট পদের ৪০ শতাংশ জনবল দিয়ে কাজ চালিয়ে নেয়ার কারণে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন আমদানি-রপ্তানিকারকরা। বাড়ছে দুর্ভোগ । সমস্যা সমাধানে নতুন লোকবল নিয়োগের কাজ চলছে বলে জানান কাস্টমস কমিশনার। তবে নানা সীমাবদ্ধতার ভেতরেও গত বছরের চেয়ে রাজস্ব আদায়ের পরিমাণ সাড়ে তিন হাজার কোটি টাকা বেড়েছে বলেও জানান এই কর্মকর্তা। এদিকে আর্ন্তজাতিক কাস্টমস দিবস উপলক্ষে দিনভর আয়োজন করা হয়েছে সেমিনার সহ নানা কর্মসুচী। এসব কর্মসুচীতে অর্থ প্রতিমন্ত্রী, শুল্ক কর্মকর্তাসহ ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেয়ার কথা রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি