
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সংসদীয় কমিটির সভা চলছে গণভবনে।
দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বিকেলে শুরু হয় সভা। এতে তৃণমূলের পাঠানো তালিকা থেকে প্রার্থী মনোনয়ন নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে। সভায় সংসদীয় কমিটির সদস্যসহ ক’জন কেন্দ্রীয় নেতাও উপস্থিত রয়েছেন। চতুর্থ ধাপের নির্বাচনের জন্য এরিমধ্যে দুই শতাধিক প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। সংসদীয় কমিটির ধারাবাহিক বৈঠকে পর্যায়ক্রমে সব প্রার্থী চুড়ান্ত করা হচ্ছে।