ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

চলতি বছর ক্যানসারে মারা যাবে ৯৬ লাখ মানুষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৫, ১৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

চলতি বছর বিশ্বজুড়ে প্রায় ১ কোটি ৮১ লাখ মানুষের মধ্যে ক্যানসার শনাক্ত হতে পারে। আর প্রাণঘাতী এ রোগে মারা যেতে পারে প্রায় ৯৬ লাখ মানুষ। দ্য ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসারের (আইএআরসি) এক প্রতিবেদনে এমটাই বলা হয়েছে।

ফ্রান্সের ওই সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালে ১ কোটি ৪১ লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত হয়। এতে মারা যায় ৮২ লাখ মানুষ।

আইএআরসি সারা বিশ্বে নিয়মিত ক্যানসার চিত্র তুলে ধরে। ১৮৫টি দেশে ৩৬ ধরনের ক্যানসার খুঁজে পেয়েছে সংস্থাটি। গবেষকেরা জানাচ্ছেন, প্রতি বছর ক্যানসার আক্রান্ত হওয়ার হার ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। আর সব ক্যানসারের ক্ষেত্রে এবং মৃত্যুর এক-তৃতীয়াংশের জন্য দায়ী ফুসফুসের ক্যানসার, নারীদের স্তন ক্যানসার ও গর্ভ ক্যানসার।

যুক্তরাজ্যের দাতব্য ক্যানসার রিসার্চের মুখপত্র জর্জ বুট্টারওয়ার্থ বলেন, আগের চেয়ে বর্তমানে সারা বিশ্বে বেশি নারী ফুসফুস ক্যানসারে আক্রান্ত হচ্ছে। এর বৃহত্তম একক কারণ হচ্ছে তামাক। তাই প্রতিটি দেশে কার্যকর তামাক নিয়ন্ত্রণ নীতি বাস্তবায়ন করা প্রয়োজন বলে জোর দেন তিনি।

সূত্র: বিবিসি

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি