ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫

চিকিৎসক জান্নাতুলকে হত্যায় প্রেমিক রেজার মৃত্যুদণ্ডের আদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ১৩ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের আবাসিক হোটেল থেকে এমবিবিএস পাস করা নারী চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিককে গলা কেটে হত্যার দায়ে প্রেমিক মো. রেজাউল করিম রেজার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে বিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় ঘোষণা করেন। 

রায় ঘোষণার সময় আসামি উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামে আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে রেজাউল করিম রেজা নামের এক ব্যক্তির সঙ্গে উঠেছিলেন এমবিবিএস পাস করা চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিক। এরপর সুযোগ বুঝে স্বামী পরিচয়ধারী কথিত বয়ফ্রেন্ড রেজাউল তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান। 

২০২২ সালের ১০ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে জান্নাতুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জান্নাতুল নাঈম সিদ্দিকের বাবা শফিকুল আলম বাদী হয়ে কলাবাগান থানায় একটি মামলা করেন। মামলার পর রেজাকে গ্রেফতার করে পুলিশ।

২০২২ সালের ১৩ আগস্ট রেজাউল হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর তিনি আদালত থেকে জামিন নিয়ে পলাতক হন। 

মামলাটি তদন্ত শেষে ২০২৩ সালের ২৮ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার ইন্সপেক্টর আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির একমাত্র রেজাকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। 

২০২৪ সালের ৭ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। মামলার বিচারচলাকালে চার্জশিটভুক্ত ২৬ আসামির মধ্যে বিভিন্ন সময় ২১ জন আদালতে সাক্ষ্য প্রদান করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি