চীনের সঙ্গে বিনিয়োগ চুক্তি বাস্তবায়নে প্রকল্পগুলোর অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাইয়ের পরামর্শ
প্রকাশিত : ১০:৪৯, ১৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:৪৯, ১৮ অক্টোবর ২০১৬
চীনের সঙ্গে বাংলাদেশের যেসব বিনিয়োগ চুক্তি হয়েছে, সেগুলোর বাস্তবায়নে প্রকল্পগুলোর অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাইয়ের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন ও ঋণ পরিশোধ হলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরো দৃঢ় হবে বলেও মনে করছেন তারা।
সম্প্রতি বাংলাদেশ সফরের সময় চীনের প্রেসিডেন্ট শি জি জিনপিং আশাবাদ জানান, দুদেশের অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার হবে। যা পর্যায়ক্রমে অংশীদারিত্বে উন্নীত হবে।
দুই দেশের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চীন বাংলাদেশকে ২৪ বিলিয়ন বা ২ হাজার ৪শ কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিভিন্ন খাতে। এর মধ্যে প্রাধান্য পেয়েছে অবকাঠামো, বিদ্যুত কেন্দ্র নির্মাণ, কর্ণফুলী নদীর তলদেশে টানেল তৈরিসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রকল্প। চুক্তিগুলো নিয়ে আশাবাদী বাংলাদেশের ব্যবসায়ীরা।
রাষ্ট্রীয় পর্যায়ে দুই দেশের বিনিয়োগ চুক্তি বাস্তবায়নে দক্ষতা যাচাইয়ের প্রয়োজন আছে বলে মনে করেন বিশ্লেষকরা।
আর প্রকল্প বাস্তবায়নে অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাইয়ের পরমর্শও রয়েছে।
এ সম্পর্কের মধ্য দিয়ে দুই দেশের বাণিজ্য ঘাটতি পূরণের একটি সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আরও পড়ুন