ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

চূড়ান্ত মনোনয়নের চিঠি দিচ্ছে আ. লীগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪, ৭ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৫:০০, ৭ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করেছে আওয়ামী লীগ। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে দলের সভানেত্রীর কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থীদের চিঠি দেওয়া শুরু হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত থেকে নিজ নিজ আসনের চিঠি নিচ্ছেন প্রার্থীরা।

চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা-সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ-১, শফিকুর রহমান চাঁদপুর-৪, শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬, মহিউদ্দিন খান আলমগীর চাঁদপুর-১, আ স ম ফিরোজ পটুয়াখালী-২, এ কে এম শাহজাহান লক্ষ্মীপুর-৩, তানভীর হাসান ছোট মনির টাঙ্গাইল-২।

এর আগে গতকাল বৃহস্পতিবার ওবায়দুল কাদের জানান, দল থেকে যারা মনোনয়ন পেয়েছেন শুক্রবারের মধ্যেই তারা চূড়ান্ত চিঠি পেয়ে যাবেন।

আওয়ামী লীগের ২৬৪টি আসনে ২৮১ জন প্রার্থীর মধ্যে নৌকার বৈধ প্রার্থী ২৭৮ জন, ৩ জনের আবেদন বাতিল হয়। বিএপির ২৯৫টি আসনে ধানের শীষে ৬৯৬ জন প্রার্থীর মধ্যে বৈধ প্রার্থীর সংখ্যা ৫৫৫ জন, বাতিল হয়েছে ১৪১ জনের মনোনয়নপত্র। ২১০ আসনে জাতীয় পার্টির ২৩৩ জন প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্রের মধ্যে লাঙ্গল প্রতীকে বৈধতা পেয়েছেন ১৯৫ জন, বাতিল হয়েছে ৩৮ জনের মনোনয়নপত্র।

প্রসঙ্গত, নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি