ছুটির দিনেও হকার উচ্ছেদ অভিযান
প্রকাশিত : ১৯:৩৭, ২০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৩৮, ২০ জানুয়ারি ২০১৭
ছুটির দিনেও হকার উচ্ছেদ অভিযান চলে গুলিস্তান এলাকায়। কোন রকম পূর্ব নির্দেশনা ছাড়াই পুলিশ তাদের বসতে বাধা দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন হকাররা। তারা অভিযোগ করেন, মেয়র বলেছিলেন, ছুটির দিন ও অফিস সময় পর হকাররা ব্যবসা করতে পারবে। কিন্তু তা মানছেনা পুলিশ।
শুক্রবার সকালে হকাররা দোকান সাজিয়ে বসতে গেলে পুলিশ তাদের স্থান ত্যাগ করার নির্দেশ দেন। বাধ্য হয়ে হকাররা মালপত্র গুছিয়ে অলস সময় পার করেন।
হকাররা জানান, ১১ জানুয়ারী বৈঠকে মেয়র কর্ম দিবসে গুলিস্তান, মতিঝিল এলাকায় হকার বসায় নিষেধাজ্ঞা থাকলেও ছুটির দিন সন্ধার পর নিষেধাজ্ঞা ছিল না।
এব্যাপারে মেয়রকে ক্ষুদ্র ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষদের প্রতি সদয় হওয়ার আহবান জানান হকাররা।
এদিকে এক অনুষ্ঠানে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বিকল্প কর্মসংস্থানের সুযোগ না দিয়ে খেটে খাওয়া হকারদের উচ্ছেদ কোন ভাবেই কাম্য নয়।
আরও পড়ুন