জনশক্তি রফতানী বাড়াতে তরুণদের ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে
প্রকাশিত : ১৮:০১, ২১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:০১, ২১ জানুয়ারি ২০১৭
জনশক্তি রফতানী বাড়াতে তরুণদের ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে বর্তমান সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব শফিউল আলম।
চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে তিনদিনের বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী ও জেলা ব্র্যান্ডিং মেলার উদ্বোধন করেন তিনি। বিভাগীয় কমিশনার রহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে এ’সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম ও জেলা প্রশাসক শামসুল আরেফিন। মেলায় চট্টগ্রামের বিভিন্ন সরকারি দপ্তর, সেবাখাত, তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১শ’টি স্টল অংশ নেয়। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে মেলা।
আরও পড়ুন