ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

জাতীয় গ্রন্থাগার দিবস আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭, ৫ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

আজ জাতীয় গ্রন্থাগার দিবস। ২০১৭ সালের ৩০ অক্টোবর মন্ত্রিসভার সিদ্ধান্তে এ দিনটিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়। ২০১৮ সালে দেশে দিবসটি প্রথম পালিত হয়।

জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে পালনের জন্য ৫ ফেব্রুয়ারি নির্ধারণ করার কারণ হলো- ১৯৫৪ সালের ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর অন্য একটি কারণ হলো- ফেব্রুয়ারি মাসে বই নিয়ে দেশে বেশ আলোচনা হয়। একুশে বইমেলা, একুশে ফেব্রুয়ারি, এগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে দিবসটি পালনের সিদ্ধান্ত নেয় সরকার।

এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে জাতীয় গ্রন্থাগার অধিদপ্তরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ‘জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে জাতীয় গ্রন্থাগার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘জনসাধারণের মধ্যে মানবিক মূল্যবোধের বিকাশ গ্রন্থাগারের মূল উদ্দেশ্য। ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় গ্রন্থ দিবস।’

এই উপলক্ষে আয়োজন করা হয়েছে নানাবিধ আয়োজন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয় ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে। সোনার বাংলা গড়তে প্রয়োজন জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ। লাইব্রেরি সে ভূমিকা পালন করছে। এ উপলক্ষে আজ শুক্রবার গ্রন্থাগার দিবসটি যথাযথভাবে পালন করা হবে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি