ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

জেলা আওয়ামী লীগের ২ শীর্ষ নেতার বিবাদ চরমে

প্রকাশিত : ১৪:৫৫, ২৮ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:৫৫, ২৮ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দুই শীর্ষ নেতার বিবাদ চরমে উঠেছে। কমিটির সভাপতি মোসলেম উদ্দীন, আওয়ামী লীগকে কলংকিত করেছেন বলে প্রকাশ্যে অভিযোগ করেছেন ভূমি প্রতিমন্ত্রী ও আনোয়ারা থেকে নির্বাচিত সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এ নিয়ে আলোচনা- সমালোচনার ঝড় বইছে চট্টগ্রামের রাজনীতিতে। ভূমি প্রতিমন্ত্রী ও সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাবা প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর সঙ্গে দীর্ঘদিন রাজনীতিকরেছেন মোসলেমউদ্দীন। কিন্তু আখতারুজ্জামান চৌধুরী মারা যাওয়ার পর থেকেই বিভিন্ন ইস্যু নিয়ে মোসলেম ও জাবেদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু। সম্প্রতি বোয়ালখালীতে এক সমাবেশে মোসলেম উদ্দীনের কড়া সমালোচনা করেন। যা স্থানীয় দৈনিকে প্রকাশিতও হয়। প্রতিমন্ত্রী তার বক্তব্যের বিষয়টি একুশে টেলিভিশনের কাছেও স্বীকার করেছেন। কিন্তু কেন এই সমালোচনা, তার একটি ব্যাখ্যাও  দিয়েছেন জাবেদ। প্রতিমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ প্রায় আটাশ বছর ধরে দক্ষিণ জেলা আওয়ামীলীগের নেতৃত্বে থাকা মোসলেম উদ্দীন। কোনো অভিযোগ থাকলে সাংগঠনিক রীতি অনুসরন করে উত্থাপনের অনুরোধ জানান মন্ত্রীকে। মহিলা সাংসদ মনোনয়ন, সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণে স্বেচ্ছাচারিতাসহ নানা বিষয় নিয়ে এই দুইজনের বিরোধ চরমে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা। সংগঠন যাতে ক্ষতিগ্রস্থ না হয় সে ব্যাপারে সতর্ক থাকারও আহবান তাদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি