ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

জেল কোড অনুযায়ী খালেদাকে ডিভিশন দেওয়ার নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৮, ১১ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

জেলকোড অনুযায়ী খালেদা জিয়াকে কারাগারে ডিভিশন দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার বেলা সোয়া ১১টার দিকে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে এ বিষয়ে শুনানি শেষে বিচারক আখতারুজ্জামান জিয়া এ আদেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

খালেদা জিয়ার জন্য ডিভিশন চেয়ে আদালতে আবেদন করেন তার আইনজীবী আমিনুল ইসলাম। পরে এ বিষয়ে সোয়া ১১টার দিকে শুনানি হয়।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার পাঁচ বছরের জেলের রায় ঘোষণা করেন আদালত। পরে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনটিকে ‘সাবজেল’ ঘোষণা করে সেখানে রাখা হয়েছে তাকে। পরে গতকাল শনিবার খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করতে যান ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি জানান, খালেদা জিয়াকে নির্জন কারাবাসে রাখা হয়েছে। সেখানে অন্য কোনও কারাবন্দি নেই। চেয়ারপারসনকে ডিভিশন দেওয়া হয়নি। তাই এটা সংবিধান পরিপন্থী।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি