ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের সাথে আরো তিন জন জড়িত থাকার কথা স্বীকার করেছেন শফিক রেহমান

প্রকাশিত : ১৪:২০, ২৪ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৭:০৭, ২৪ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের সাথে আরো তিনজন জড়িত থাকার তথ্য দিয়েছেন সাংবাদিক শফিক রেহমান। দ্বিতীয় দফা রিমান্ডের জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়ার দাবী করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। জয়ের তথ্য আদান প্রদানের জন্য ত্রিশ হাজার ডলারের কিছু অংশ শফিক রেহমান নিজেই পরিশোধ করেছেন বলেও জানান মহানগর পুলিশের মুখপাত্র। প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেস্টা মামলায় সাংবাদিক শফিক রেহমানকে গেল ১৬ই এপ্রিল আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। প্রথম দফায় ৫ দিনের রিমান্ড শেষে, দ্বিতীয় দফায় শুক্রবার আবারও ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। দ্বিতীয় দফা রিমান্ডের প্রথমদিনে ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার পাশাপাশি আরো তিনজন জড়িত ছিলো বলে জানান শফিক রেহমান। সংবাদিকদের কাছে এমনটাই জানালেন ডিএমপির মুখপাত্র। তবে, ওই তিনজনের নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি। তারা তিনজনই বাংলাদেশি দাবি করে তিনি বলেন, তাদের কেউ প্রবাসে, কেউ বাংলাদেশে থাকে। জয়ের বিভিন্ন তথ্য পেতে শফিক রেহমান নিজেও অর্থ লেনদেন করেছেন বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যা কান্ডের দায় স্বীকার করে আইএস এর দেয়া বিবৃতির কোন ভিত্তি নেই বলেন জানান পুলিশের এ মুখপাত্র।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি