ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

জয়কে হত্যার ষড়যন্ত্র হয়েছিল অভিযোগ করেছেন ওবায়দুল কাদের।

প্রকাশিত : ১৮:২৯, ২০ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:২৯, ২০ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

আন্দোলন করে সরকার হটাতে ব্যর্থরাই অন্ধকার পথে বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্র করেছিল বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি আরো বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে ক্ষমতার বাইরে বেশি দিন থাকার অস্থিরতা থেকেই তড়িঘড়ি করে ক্ষমতায় যাওয়ার এমন অভিসন্ধি থাকতে পারে।  শফিক রেহমানের বিরুদ্ধে এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে এবং শফিক রেহমান নিজেই ডিবির হাতে যেসব প্রমাণ তুলে দিয়েছেন, এরপরও এ নিয়ে কারও সন্দেহের অবকাশ থাকার কথা নয়। ফলে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের অভিযোগ যে তথ্যভিত্তিক ছিল না, তা তিনি বুঝতে পারবেন বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি