ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচন আগামীকাল

প্রকাশিত : ১১:২৭, ৩০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১১:২৭, ৩০ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

আগামীকাল অনুষ্ঠিত হবে টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচন। তবে নির্বাচনে তেমন উল্লেখযোগ্য প্রার্থী না থাকায় ভোটারদের মধ্যে নেই উৎসাহ উদ্দীপনা। এদিকে, এরইমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতিও শেষ করেছে নির্বাচন কমিশন। সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর শূণ্য আসনে কাল অনুষ্ঠিত হবে নির্বাচন। আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন সরকার দলের প্রার্থীসহ বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট ও ন্যাশনাল পিপলস পার্টি। উৎসবমুখর পরিবেশে ভোট হওয়ার আশা আওয়ামী লীগের প্রার্থী সোহেল হাজারির। যদিও প্রচারনার পর্যাপ্ত সময়ের অভাব এবং নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী ইমরুল কায়েসের। তবে সরকারদলীয় প্রার্থী ছাড়া অপর দুই প্রার্থী নির্বাচনী মাঠে না থাকায় নেই নির্বাচনী আমেজ। এদিকে উপনির্বাচনে ভোট গ্রহণের সকল প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তা। ধর্ম নিয়ে কটুক্তি করায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে দল থেকে বহিস্কার করা হলে আসনটি শূন্য হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি