ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

ট্রাকের বাম্পার ও এঙ্গেল খুলে ফেলার নির্দেশ, প্রাইম মুভার শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা

প্রকাশিত : ১৮:৩১, ১৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:৩১, ১৩ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

আগামী ৩০ নভেম্বরের মধ্যে ট্রাকের বাম্পার ও এঙ্গেল খুলে ফেলার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মহাসড়কে মোটরযানের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। আর চট্টগ্রাম বন্দরে কন্টেইনার পরিবহনে নিয়োজিত প্রাইম মুভার শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম প্রাইম মুভার মালিক শ্রমিক ঐক্য পরিষদ। নির্ধারিত পরিমানে অতিরিক্ত ওজন বহনে জরিমানার নিয়ম বাতিল সহ ৭ দফা দাবিতে গেল ২৬ সেপ্টেম্বর থেকে ধর্মঘটে যায় প্রাইম মুভার ট্রেইলার মালিক শ্রমিক ঐক্য পরিষদ। তাদের দাবীতে সমর্থন জানিয়ে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক ও ফেডারেশন সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। সচিবালয়ে মহাসড়কে মোটরযানে অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে বিভিন্ন সুবিধাভোগীদের নিয়ে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির এক সভায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন ঐক্য পরিষদের সদস্য সচিব আবু বকর সিদ্দিক। সভায় আলোচনা শেষে সিদ্ধান্ত আসে, মহাসড়কে পণ্যবাহী গাড়ির অতিরিক্ত চাপ কমাতে ১৪ চাকার প্রাইম মুভারকে সর্বোচ্চ ৩২ টন পর্যন্ত মালামাল বহনের সীমা বেঁধে দেওয়া হয়। এছাড়া লাইসেন্সবিহীন গাড়ি ও চালককে লাইসেন্স বাধ্যতামূলক করতে ৬ মাস সময় দিয়েছেন নৌমন্ত্রী। ৪ এক্সেলের ক্ষেত্রে ৩২ টন পর্যন্ত পরিবহনে আইনগত বাঁধা নেই, তবে ৪২ টন পরিবহনে প্রাইম মুভাররে অতিরিক্ত একটি এক্সেল ব্যবহার করারও পরামর্শ আসে সভায়।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি