ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

‘ডাব’ প্রতীক পেলো বাংলাদেশ কংগ্রেস

প্রকাশিত : ১৮:৩২, ১২ মে ২০১৯

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় নির্বাচনের বাছাইয়ে ঝড়ে পড়লেও নির্বাচন কমিশন (ইসি) থেকে এবার চূড়ান্তভাবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ কংগ্রেস। এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে বলে রোববার নির্বাচন কমিশনের উপ-সচিব আব্দুল হালিম নিশ্চিত করেছেন।

আব্দুল হালিম বলেন, ‘বাংলাদেশ কংগ্রেস নামের দলটিকে ‘ডাব’ প্রতীকে ৪৪ নম্বর দল হিসেবে নিবন্ধন দিয়েছে ইসি। আদালতের আদেশ মেনে এ সংক্রান্ত প্রজ্ঞাপন করা হয়েছে।’ বর্তমানে ইসিকে ৪১টি দল নিবন্ধিত রয়েছে। জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল শুরুতে নিবন্ধিত হলেও পরে তা বাতিল হয়।

উল্লেখ্য, গেল বছরের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দল হিসেবে নিবন্ধন পেদে ৭৬টি দল আবেদন করে। বাংলাদেশ কংগ্রেসের মাঠ পর্যায়ের অফিসের বিষয়ে তদন্ত করে নেতিবাচক ফলাফল পাওয়ায় দলটিকে আর নিবন্ধন দেয়নি কমিশন।

পরে নির্বাচন কমিশনকে বিষয়টি পূর্ণবিবেচনার আবেদন করেও কোন সাড়া না পাওয়ায় আদালতে যান দলটির নেতারা। দলটিকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় আদালত।

হয়।

 

এমএস// এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি